ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এম এ আজিজের মরদেহে জনতার শেষশ্রদ্ধা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এম এ আজিজের মরদেহে জনতার শেষশ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হোসেনী দালান থেকে: ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মরদেহে শেষশ্রদ্ধা জানিয়েছেন তার দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে তার মৃত্যু হলে মরদেহ পুরান ঢাকার হোসেনী দালানের বাসায় নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে বিকেলে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের পাশে তার মরদেহ রাখা হলে শ্রদ্ধা জানায় অপেক্ষমান নেতাকর্মীসহ হাজারো জনতা।

বিকেল সাড়ে ৪টার কিছু আগে এম এ আজিজের মরদেহে শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের বাসায় গিয়ে তার স্বজনদের সমবেদনাও জানান।

এরপর বিকেল ৫টার দিকে মরহুমের মরদেহে শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাদের আগে শ্রদ্ধা জানিয়ে যান স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম। এরমধ্যে মরহুমকে এক নজর দেখে তার মরদেহে ফুল দিয়ে শেষশ্রদ্ধা ‍জানান দলের নেতাকর্মীসহ ‍হাজারো জনতা।

এসময় লোকে লোকারণ্য হয়ে ওঠে হোসেনী দালান এলাকা। জনতার এ ভিড়ে নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক পুলিশকেও দেখা যায়। কর্তব্য পালনে দেখা যায় লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মফিজউদ্দিনকেও।

এম এ আজিজের বাসায় গিয়েও দেখা যায় পড়শী ও স্বজনদের ভিড়। শোকাহত স্বজনদের সমবেদনা জানাচ্ছিলেন আগত সমব্যথীরা।

এম এ আজিজের মৃত্যুতে হোসেনী দালান এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ দেখা যায়। স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা বলেন, এম এ আজিজ ছিলেন আমাদের অভিভাবক। দুঃখ-সুখে সবসময় তিনি আমাদের পাশে থাকতেন। তার মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবক ও পরামর্শককে হারালো।

এদিকে, জনতার শ্রদ্ধা নিবেদনের পর এম এ আজিজের মরদেহ তার দল আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ মাগরিব সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বাদ এশা বকশীবাজারে আলিয়া মাদরাসা ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা হবে।

দ্বিতীয় জানাজা শেষে বর্ষিয়ান এ রাজনীতিককে আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এজেডএস/এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।