ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ২ রুটে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
চুয়াডাঙ্গায় ২ রুটে বাস চলাচল বন্ধ

চুয়াডাঙ্গা: বাসের কাউন্টার দখল নিয়ে সংঘর্ষের জের ধরে চুয়াডাঙ্গার দুই রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুর থেকে একযোগে দুই রুটে বাস বন্ধ করে দেওয়া হয়।



বাস শ্রমিকরা জানায়, বেশ কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা- মেহেরপুর বাস কাউন্টারের দখল নিতে স্থানীয় কিছু যুবক তৎপরতা চালিয়ে আসছিলেন। এর জের ধরে শনিবার দুপুর ১২টার দিকে ওই যুবকরা কাউন্টারের দখল নিতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় রানা নামে এক যুবককে পিটিয়ে জখম করেন শ্রমিকরা। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের পর ক্ষুব্ধ বাস শ্রমিকরা শহরে অন্তত ১০টি ইজিবাইক ভাঙচুর করে। এতে পুরো শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর ক্ষুব্ধ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা- মেহেরপুর ও চুয়াডাঙ্গা-আসমানখালী রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

চুয়াডাঙ্গা জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার বাংলানিউজকে জানান, সড়কে চাঁদাবাজি বন্ধ ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

এ ঘটনার পর চুয়াডাঙ্গা মেহেরপুর বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।