ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫, তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৫, তদন্ত কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল কলেজ গেট এলাকায় টায়ার থেকে তেল তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ হয়ে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।



শনিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- স্থানীয় বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসা (৩৮), গাজীপুরের বসুগাঁও এলাকার আব্দুল মান্নানের ছেলে ও কারখানার নিরাপত্তা কর্মী সেলিম মোল্লা (৪০), মাদারীপুরের বাঘারিয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে কাওছার হোসেন (৪২)। অন্য দু’জনের পরিচয় পাওয়া যায়নি।
আহত ব্যক্তিরা হলেন- শ্রমিক আব্দুল কাদের (৩০), কামাল হোসেন (৩৫) ও রিকশাচালক মো. স্বাধীন (২৮)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূবাইল কলেজ গেট এলাকায় স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় শনিবার বিকেলে ৩০ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় কারখানার গেটের পাশে থাকা বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পুরো কারখানায় আগুন ধরে যায়। বিস্ফোরণে কারখানার সামনে টিনের বাউন্ডরি ভেঙে আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রথম বিস্ফোরণের পরই কারখানার থাকা একটি ট্যাংক লরির বিস্ফোরণ ঘটে। ফলে টিনসেটের ওই কারখানার চাল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় কারখানার পাশ্ববর্তী সড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় স্কুল শিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেছা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দগ্ধ হয়ে আরও ৪ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত ব্যক্তিদের মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধ ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জানান, এ ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৬/আপডেট: ০১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৪
আরএম/

** গাজীপুরে টায়ার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ২ জন ঢামেকে
** গাজীপুরে টায়ার কারখানায় আগুন, নিহত ৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।