ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জে দুস্থদের সেলাই মেশিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ঈশ্বরগঞ্জে দুস্থদের সেলাই মেশিন বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।



স্থানীয় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে সংসদ সদস্য ফকরুল ইমাম এলাকার ১০ নারীর হাতে সেলাই মেশিনগুলো তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম খান সুরুজ, ময়মনসিংহের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ, ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।