ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসচাপায় যুবকের মৃত্যু, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বরিশালে বাসচাপায় যুবকের মৃত্যু, আহত ২ ছবি: প্রতীকী

বরিশাল: বরিশালে বাসচাপায় সায়েম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী।



শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পার্শ্ববর্তী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সায়েম বাবুগঞ্জ উপজেলার মোহনগঞ্জের বাসিন্দা টুলু মিয়ার ছেলে।

আহত যুবকরা হলেন- বাবুগঞ্জের চাঁদপাশা এলাকার বাবুল মোল্লার ছেলে সজিব (২৫) ও সাতমাইল এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে শুভ (২০)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেছে।

শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা বাংলানিউজকে বলেন, তিন যুবক বরিশাল থেকে মোটরসাইকেলে করে রহমতপুরের দিকে যাচ্ছিলেন। পথে এয়ারপোর্ট থানার পার্শ্ববর্তী এলাকায় বাসের চাপায় আহত হন তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে সায়েমকে মৃত ঘোষণা করা হয়। অপর দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সজিবের অবস্থা গুরুত্বর বলে জানান মাসুদ মোল্লা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।