ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে বিচারকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
পঞ্চগড়ে বিচারকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড় জেলা জজ কোর্টের সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের বাসা থেকে আম্বিয়া (১২) নামে এক শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জেলা শহরের ডোকরোপাড়া এলাকায় সিনিয়র সহকারী জজের ভাড়া বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।



নিহত আম্বিয়া নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের জমসেদ আলীর মেয়ে। সে তিন বছর ধরে ওই বিচারকের বাসায় কাজ করে আসছিল।

সিনিয়র সহকারী জজ মো. লুৎফর রহমানের স্ত্রী মোকাররমা মার্জি মিম বাংলানিউজকে জানান, গৃহকর্মী আম্বিয়া রাতে খাওয়া-দাওয়ার পর টেলিভিশন দেখে তার শয়নকক্ষে চলে যায়। সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার কর।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মমিনুল ইসলাম সিনিয়র সহকারী জজের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন,  ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে জানালা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআই/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।