ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ স্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ডেমরায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ স্ত্রী

ঢাকা: রাজধানীর ডেমরায় স্বামীর ছোড়া এসিডে জেসমিন (২৮) নামে এক নারী দগ্ধ হয়েছেন। এতে তার কপাল, গাল ও গলা পুড়ে গেছে।

 
 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। দুপুরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
এসিডদগ্ধ জেসমিন ডেমরার কোনাপাড়ার শাহজালাল রোডের মোসলেম মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া আমির হোসেনের স্ত্রী জেসমিন (২৮)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সিরিয়ারচর গ্রামে।
 
জেসমিন বাংলানিউজকে জানায়, প্রায় আট বছর আগে তাদের বিয়ে হয়েছে। সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বেশ কিছুদিন ধরে তার স্বামী আমির হোসেন তাকে সন্দেহের চোখে দেখতে থাকে। এর ধারাবাহিকতায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি নিজের কাপড়-চোপড় গুছিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
 
এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট বোতলে রাখা এসিড জেসমিনের মুখে ছুড়ে মারেন স্বামী আমির হোসেন।
 
খবর পেয়ে প্রতিবেশী মাসুদ ও আবু তাহের তাকে উদ্ধার করে দুপুরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।  
 
বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ সঙ্কর পাল বাংলানিউজকে বলেন, জেসমিনের কপালে, দুই চোখের নিচে, গালে ও গলায় কেমিক্যাল বার্ন রয়েছে।
 
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬     
এজেডএস/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।