ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
আশুলিয়ায় সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ার চারিগ্রাম এলাকায় স‍ুতা তৈরির কারখানায় ব্রয়লার বিস্ফোরণ থেকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা এগারোটার কিছু পরে আগুন লাগে কারখানাটিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাই সেন্টার সুতা কারখানার সুতা শুকানোর কক্ষে হঠাৎ ব্রয়লার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পরে।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে দু’টি ইউনিট আধাঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ত্রুটিপূর্ণ গ্যাস সংযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে তদন্তের পরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ মিয়া।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।