ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

'অপরিকল্পিত উন্নয়ন নয়'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
'অপরিকল্পিত উন্নয়ন নয়' ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জলাভূমি ধ্বংসকারী অপরিকল্পিত উন্নয়ন নয় বরং পরিকল্পিত উন্নয়নের দাবি জানিয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) নির্বাহী সম্পাদক মো. আব্দুস সোবহান।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে এক মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।



আব্দুস সোবহান বলেন, দেশের অগ্রগতির জন্য উন্নয়ন প্রয়োজন তবে সরকারের কাছে আমাদের দাবি অপরিকল্পিত উন্নয়ন নয়, উন্নয়ন হতে হবে পরিকল্পিত। জলাভূমি ধ্বংস করে উন্নয়ন প্রকল্প নেয়া হলে তা টেকসই হবে না বরং পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে হুমকির কারণ হয়ে উঠবে।

পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে দেশের হাওড় অঞ্চলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের অন্যতম হাওড় হাকালুকি আজ প্রায় বিপন্ন। এক সময় এ হাওড় প্রায় পাঁচ শতাধিক প্রজাতির উদ্ভিদ, দেড় শতাধিক প্রজাতির মাছ, বারো প্রজাতির কচ্ছপ ও বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আবাসভূমি ছিল, কিন্তু আজ হাওড়ের অধিকাংশ প্রাণীই বিলুপ্তির পথে।

খাল বিল বন্ধক নিয়ে একটি শ্রেণীর সেচ দিয়ে মাছ শিকারের কারণে মাছের বংশবিস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে জলাভূমি বন্ধক দেয়া থেকে সরকারকে বিরত থাকার জন্যও আহ্বান জানান তিনি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার অধিদপ্তর, ভূমি মন্ত্রণালয়, উন্নয়নবিদ ও তথাকথিত পরিবেশবিদরা উন্নয়নের নামে উন্মুক্ত জলাভূমি ধ্বংস করে উন্নয়ন প্রকল্প করছে, কল কারখানা নির্মাণ করছে।

এছাড়া ২০০০ সালে জলাধার সংরক্ষণে আইন করা হলেও দুর্নীতি পরায়ন রাজনৈতিক নেতৃত্ব ও আমলাদের কারণে আইনের প্রয়োগ হচ্ছে না বলেও তারা অভিযোগ করেন।

তারা আরো বলেন, নদী-নালা, খাল-বিল, পুকুরের পানি দূষণের ফলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বাড়ছে যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অবিলম্বে জলাভূমি রক্ষা করে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোরও দাবি জানান তারা।

পবাঁর নির্বাহী সম্পাদক মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন সঞ্চালনা করেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জলবিজ্ঞান ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. এনামুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস ও শাহজাহান মৃধা বেনু, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাইদ রানা, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান ময়না, সেভ দ্য সুন্দরবনের নির্বাহী পরিচালক মুজাহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশে সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।