ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গুড়ায় প্রাইভেট ক্লিনিকে ওষুধ জব্দ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ভাঙ্গুড়ায় প্রাইভেট ক্লিনিকে ওষুধ জব্দ, জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার ‘হেলথ কেয়ার ক্লিনিক’ নামে এক বেসরকারি ক্লিনিক থেকে ৩ লক্ষাধিক টাকার সরকারি ওষুধ ও বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (০২) ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে এ অভিযান চালানো হয়।

পরে ক্লিনিকের পরিচালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আহম্মেদ সরকার বাংলানিউজকে জানান, বিকেলে ভাঙ্গুড়া উপজেলা সদরের শরৎনগর বাজারে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় এসময় সরকারি হাসপাতালের জন্য ব্যবহার্য বিপুলপরিমাণ ওষুধ ও কয়েক বোতল মদ পাওয়া যায়।

এসব ওষুধ ঢাকার মিটফোর্ট হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে কালোবাজারীরা এখানে বিক্রি করেছে বলে র‌্যাবের কাছে গোপন খবর ছিল।

এদিকে, পরে সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্লিনিকের পরিচালক আব্দুল জব্বারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।