ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ী ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
পলাশবাড়ী ইয়াবাসহ যুবক আটক ছবি : প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ইয়াবাসহ রমজান আলী (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রংপুর ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদরের রাঙ্গামাটি শ্মশানঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক রমজান উপজেলা সদরের গৃধারীপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, গোপন খবর পেয়ে সন্ধ্যায় শ্মশানঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা। এসময় রমজানকে ৪৯০ পিস ইয়াবাসহ আটক করেন তারা।

পরে রমজানকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার রমজানকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।