ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জ থেকে অপহৃত ছাত্রী চট্টগ্রামে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
কোম্পানীগঞ্জ থেকে অপহৃত ছাত্রী চট্টগ্রামে উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে চট্টগ্রামের চন্দ্রঘোনা এলাকা থেকে উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে দিলদার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।



মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের পর থানায় নিয়ে আসা হয়।

আটক দিলদার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সিরাজ উল্লার ছেলে।  

অপহৃত ছাত্রী জানায়, ১৬ জানুয়ারি বিদ্যালয় ছুটি শেষে সে বাড়ি ফিরছিল। এ সময় তাদের একই এলাকার বখাটে যুবক দিলদার তাকে অস্ত্রের মুখে জিম্মি করে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর দিলদার তাকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করে।

এরপর দিলদার চট্টগ্রামের চন্দ্রঘোনা থানা রাজস্থলী এলাকার তার ভগ্নিপতি মোহর আলীর বাসায় নিয়ে তাকে রাখে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গত ২০ জানুয়ারি অপহৃত ছাত্রীর বাবা আলমগীর হোসেন বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।