ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হিলিতে ট্রাকচাপায় এক শিশু নিহত

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
হিলিতে ট্রাকচাপায় এক শিশু নিহত

হিলি(দিনাজপুর):  হিলিতে ট্রাকচাপায় মো.আদম (১২) নামে এক শিশু নিহত ও মোহাম্মদ আলী (১০) নামে এক শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া-হাকিমপুর সড়কের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।



নিহত আদম ও আহত মোহাম্মদ আলী দুই ভাই। তারা হাকিমপুর উপজেলার বোয়ালদার গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিরামপুরের কাটলা বাজার থেকে আদম ও মোহাম্মদ আলী বাইসাইকেলে খট্টামাধবপাড়া হয়ে বাসায় ফিরছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক(ঢাকা মেট্রো ট-০২-০৯৬৩) তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় বড়ভাই আদমকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়। ছোট ভাই মোহাম্মদ আলীর ডান হাতে এবং ঘাড়ে আঘাত পেয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।