ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
কলারোয়ায় সাড়ে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থান কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)।

মঙ্গলবার(০২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বিজিবি’র এক প্রেসবার্তার মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।



প্রেসবার্তায় জানানো হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের আওতাধীন কলারোয়া উপজেলার রামেরডাংগা পাকা রাস্তার ওপর থেকে ৩১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি এবং থান কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।