ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দাফনের ৩ মাস পর গৃহবধূর মৃতদেহ উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
দাফনের ৩ মাস পর গৃহবধূর মৃতদেহ উত্তোলন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় দাফনের ৩ মাস পর ময়নাতদন্তের জন্য রাহিমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি চৌধুরী আশরাফুল করিম ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলমের উপস্থিতিতে মৃতদেহ উত্তোলন করা হয়।



রাহিমার বড় ভাই ইব্রাহীম শেখ বাংলানিউজকে জানান, ২০১৫ সালের ৬ নভেন্বর চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদী এলাকায় স্বামীর বাড়িতে একটি গাছ থেকে রাহিমার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে হত্যার অভিযোগে তার স্বামী আনোয়ারসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা করা হয়।

ওই মামলায় ময়নাতদন্ত প্রতিবেদন সঠিক না হওয়ায় পুনরায় ময়নাতদন্তের জন্য আবেদন করলে আদালত মৃতদেহ উত্তোলনের নির্দেশ দেন।

চাঁদপুর ডিবির এসআই ফিরোজ আলম বাংলানিউজকে জানান, আদালতের নির্দেশে মামলাটি নতুন করে তদন্ত চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।