ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
রায়পুরে ট্রলি চাপায় বৃদ্ধার মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ট্রলি চাপায় অহিদা খাতুন (৬০) নামের এক পথচারী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর-ফদিরগঞ্জ সড়কের বোয়ার্ডার বাজার এলাকার হাজির মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।



অহিদা খাতুন উপজেলার চরপাতা গ্রামের জমাদার বাড়ির খলিল মুন্সীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, অহিদা খাতুন বোয়ার্ডার বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রলি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকাতা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।