ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় নারীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
কলারোয়ায় নারীকে গলা কেটে হত্যা

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় সুফিয়া খাতুন (৪৫) নামে স্বামী পরিত্যাক্তা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে কলারোয়া পৌর এলাকার তুলসিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।



সুফিয়া খাতুন ওই গ্রামের মৃত ফজর আলীর মেয়ে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, সুফিয়া খাতুনের বাড়ির পার্শ্ববর্তী বাজারের একটি দোকানে মোবাইল চার্জে দিয়েছিলেন। রাতে মোবাইলটি নিয়ে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তার গলায় ছুরি মারে। এসময় জখম অবস্থায় তিনি দৌড়ে পার্শ্ববর্তী কলারোয়া হাসপাতালে গিয়ে ওঠেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩,২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।