ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ডিএমপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে উৎসবম‍ুখর পরিবেশে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে।



প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এবং পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। এছাড়াও অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএমপির পুলিশ সদস্যদের অভিন্দন জানান স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও পুলিশ মহাপরির্দক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তারা তাদের বক্তব্যে ডিএমপি’র বিভিন্ন সুনামের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে পুলিশ সদস্যদের দুখ-কষ্ট ও ঝুঁকির কথা তুলে ধরে বক্তব্য রাখেন সমাজের বিভিন্ন স্তর থেকে আমন্ত্রিত লোকজন। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিনয় শিল্পী এ টি এম শামসুজ্জামান, সাবেক নায়ক ইলিয়াস কাঞ্চন, সাবেক নায়ক ওমরসানি ছাড়াও কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিএমপি’র বিভিন্ন কার্যক্রমের প্রামাণ্যচিত্র দেখানো হয়, এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে উপস্থিত সকলের মন ভরিয়ে দেয়।

রাত সাড়ে ১০টায় ফায়ার ওয়ার্কেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
 
বাংলাদেশ সময়: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এনএইচএফ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।