ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

করফাঁকি-অর্থপাচার

বিদেশিদের তালিকা তলব এনবিআর’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বিদেশিদের তালিকা তলব এনবিআর’র

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত ভিসার মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন অবৈধ বিদেশি নাগরিকদের তালিকা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
 
করফাঁকি আর অর্থপাচারের তথ্য খতিয়ে দেখতে বিনিয়োগ বোর্ড, বেপজা, এনজিও ব্যুরো, সিআইডি ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তালিকা দিতে এ চিঠি দেওয়া হয়েছে।


 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড’র আয়কর বিভাগ এ চিঠি দিয়েছে। এনবিআর’র একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
 
চিঠিতে তালিকার পাশাপাশি এসব নাগরিকের যাবতীয় তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সহসাই এ তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
 
এনবিআরের হিসেবে, পোশাক খাত, বহুজাতিক কোম্পানি, অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিকরা কাজ করেন।
 
হিসেবে দেশে প্রায় আড়াই লাখ বিদেশি নাগরিক কাজ করলেও এর একাংশ অবৈধ। এদের মধ্যে ভারত, চীন, ভিয়েতনাম, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছে।
 
বিদেশি নাগরিকদের বিরুদ্ধে নিয়োগকারী প্রতিষ্ঠানের সহায়তায় করফাঁকি, অর্থপাচারসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।