ঢাকা, মঙ্গলবার, ০ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দ‍ুর্বৃত্তদের হামলায় আহত ভাঙারী ব্যাবসায়ী হান্নান মারা গেছেন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী নেওয়ার পথে তিনি মারা যান।



নিহত হান্নান চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে।

পুলিশ জানায়, হান্নানকে সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার নিজ বাড়ি থেকে কৌশলে ডেকে নেয়। এরপর শহরের আরামপাড়া বিদ্যুৎ কোয়াটারের ভেতর নিয়ে পিটিয়ে মূমূর্ষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

হান্নানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজশাহী হাসপাতালে নিতে যেতে বলেন।

নিহত হান্নানের মা আকলিমা বিবি জানান, চুয়াডাঙ্গা থেকে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নেওয়ার পথে রাত ৯টার দিকে কুষ্টিয়ার মীরপুরে হান্নান মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে হান্নান খুন হয়েছে বলে প্রাথকিভাবে জানা গেছে। তবে হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।