ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ফরিদপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সকড়িকান্দি গ্রামের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে অভিযুক্ত কলিন্স শেখ (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।



২০১২ সালের জানুয়ারি মাসে ওই কিশোরীকে ধর্ষণ করে ও মোবাইল ফোনে অশ্লীল ছবি ধারণ করে আসামি কলিন্স শেখ।

ঘটনার পর ভিকটিম নিজেই মধুখালী থানায় মামলা করেন। কিছুদিন পরেই তাকে গ্রেফতার করে পুলিশ।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামি কলিন্স শেখকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।