ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক শামসুল আলম খানের বাবার দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
সাংবাদিক শামসুল আলম খানের বাবার দাফন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক মো. শামসুল আলম খানের বাবা ইউনুছ আলী খানের (৯৫) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বাদ জোহর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া উত্তরপাড়া নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।



জানাজায় ইমামতি করেন, মরহুমের মেজ ছেলে মজিবুর রহমান খান।

ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ সিটি প্রেসক্লাব সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, জেলা জামায়াতের আমির অধ্যাপক জসিম উদ্দিন, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুল ওয়াহাব মাদানী, স্থানীয় রাধাকানাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, ফুলবাড়িয়া মহিলা কলেজের অধ্যাপক মোহাম্মদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানাজায় অংশ নেন।

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়ার এলাকায় নিজ বাড়িতে ইউনুছ আলী খান ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।   

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।