ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভাত রান্না করতে গিয়ে গৃহবধূ অগ্নিদগ্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ভাত রান্না করতে গিয়ে গৃহবধূ অগ্নিদগ্ধ

পার্বতীপুর (দিনাজপুর): ভাত রান্না করার সময় চুলার আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরিজন নেছা (৫০) নামে এক গৃহবধূ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ সংলগ্ন হুগলীপাড়া পুকুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের এজান আলীর স্ত্রী।

পরিবারের লোকজন জানান, সরিজন নেছা সকালে বাড়িতে ভাত রান্না করছিলেন। এ সময় হঠাৎ তার শাড়িতে আগুন লেগে যায়। এতে শরীরের নিচের দিকের কিছু অংশ ঝলসে যায়।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়।

পার্বতীপুর মডেল থানার পরিদশর্ক (তদন্ত) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, আগুনে ওই গৃহবধূর শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।