ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কবিতা পড়েই মন্ত্রী!

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
কবিতা পড়েই মন্ত্রী!

জাতীয় সংসদ ভবন থেকে: খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে খোঁচা মেরে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম বলেছেন, তিনি কবিতা পড়েই মন্ত্রী হয়েছেন! 
 
বুধবার (০৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে হাজী সেলিম বলেন, মাননীয় মন্ত্রী কবিতা তো ভালোই পড়েন, এক কবিতা পড়েই মন্ত্রীত্ব পেয়ে গেলেন! কথায় কথায় কবিতা পড়েন।
 
জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, সংসদ সদস্য বলেছেন, আমি এক কবিতা পড়েই মন্ত্রী হয়েছি।

আপনার নিমিত্তে জানাতে চাই, মানুষ ও কবিতা অবিচ্ছেদ্য। যতদিন মানুষ থাকবে, ততদিন কবিতা থাকবে। কবিতা মর্ত্যের বুক থেকে মানুষকে আলোকিত করে।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএম/এসকে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।