ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আটঘরিয়ায় ভেজাল সার কারখানার মালিকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
আটঘরিয়ায় ভেজাল সার কারখানার মালিকের জরিমানা

পাবনা: পাবনার আটঘরিয়া থানার কচুয়া গ্রামের মামুন আক্তার (২৮) নামে এক ভেজাল সার কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলিমুন রাজিব এ জরিমানা করেন।



মামুন আক্তার ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর পাবনা ক্যাম্পের ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) আহম্মেদ আলী বিশ্বাস বাংলানিউজকে জানান, কচুয়া গ্রামের একটি চক্র দীর্ঘদিন ধরে ভেজাল সার ও কীটনাশক তৈরি করে বাজারে বিক্রি করে আসছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানার মালিক মামুনকে আটক করে। এসময় ওই কারখানা থেকে ভেজাল সার ও কীটনাশক জব্দ করা হয়।
পরে মামুনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে দুই লাখ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।