ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
জামালপুরে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত ছবি: প্রতীকী

জামালপুর: জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ট্রেনের ধাক্কায়  সজল মিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত সজল ময়মনসিংহ সদর উপজেলার নিমতলী এলাকার চরশা গ্রামের ইনছান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে সজল নরুন্দি রেলস্টেশনের কাছে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের উপর দিয়ে হাঁটছিল। এ সময় জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
 
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আলমগীর বাংলানিউজকে জানান, 
স্থানীয়রা সজলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।