ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রশিক্ষণ একাডেমির জন্য চার একর জায়গা পেলো এসএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
প্রশিক্ষণ একাডেমির জন্য চার একর জায়গা পেলো এসএমপি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: প্রশিক্ষণ একাডেমি ও পুলিশ ফাঁড়ির জন্য চার একর জায়গা পেয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি)।

সিলেটের নাইওর পুল এলাকায় মহানগর পুলিশের সদর দফতরে বুধবার (০৩ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে জায়গার দলিলাদি পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন নগরীর আগপাড়া মৌসুমী-৯৪ নম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ মোছাব্বির আহমদ।



নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন পীরের বাজার এলাকায় অবস্থিত দানকৃত জমিতে পুলিশ প্রশিক্ষণ একাডেমি ও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কমিশনার কামরুল আহসান বিপিএম (সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) দফতর মো. রেজাউল করিম, ডিসি (ট্রাফিক) মুশফেকুর রহমান, ডিসি (দক্ষিণ) বাসুদেব বনিক, ডিসি (উত্তর) জনাব ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহসহ এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এনইউ/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।