ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাজেট প্রস্তাব-সুপারিশমালা চেয়েছে মূসক বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বাজেট প্রস্তাব-সুপারিশমালা চেয়েছে মূসক বিভাগ

ঢাকা: আগামী অর্থবছরের (২০১৬-১৭) জন্য মূসক (মূল্য সংযোজন কর) বিষয়ে বাজেট প্রস্তাব ও সুপারিশমালা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক বিভাগ।
 
আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে এনবিআর।

এরই অংশ হিসেবে প্রস্তাব ও সুপারিশমালা চেয়ে দেশের বিভিন্ন কাস্টমস হাউজ, স্টেশন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে।
 
সম্প্রতি মূসক (আইন ও বিধি) অনুবিভাগের দ্বিতীয় সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এ চিঠি দেওয়া হয় বলে এনবিআরের একটি সূত্র জানিয়েছে।
 
চিঠিতে বলা হয়েছে, ‘রাজস্ব আদায় বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সহজকরণ এবং পদ্ধতিগত জটিলতা নিরসনে প্রতি অর্থবছর বাজেটে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় রাজস্ব বোর্ডের মূসক অনুবিভাগ হতে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। রাজস্ব আদায়ে আপনার প্রচেষ্টাকে সরকার অত্যন্ত গুরুত্বেও সঙ্গে বিবেচনা করে। তাই বাস্তব অভিজ্ঞতার আলোকে নিম্নলিখিত আইন ও বিধি বিধানের ওপর আপনার প্রতিষ্ঠানের সুচিন্তিত মতামত, প্রস্তাব ও সুপারিশ পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। মূসক আইন, বিধিমালা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রজ্ঞাপন, ব্যাখ্যা ও আদেশ সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশ চাওয়া হয়েছে। ’

শিগগিরই আয়কর ও শুল্ক বিভাগ একই প্রস্তাব ও সুপারিশমালা চেয়ে চিঠি দেবে। একই সাথে প্রতিবছরের মতো এবারও ব্যবসায়ী সংগঠন, অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠনের কাছেও প্রস্তাব ও সুপারিশমালা চেয়ে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে সূত্র।
 
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরইউ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।