ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ৫০ কেজি গাঁজা ও অস্ত্রসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বিজয়নগরে ৫০ কেজি গাঁজা ও অস্ত্রসহ আটক ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ৫০ কেজি গাঁজা, ১১৮ বোতল ফেনসিডিল, তিনটি দেশীয় অস্ত্র, একটি প্রাইভেটকার ও পিকঅাপসহ পাঁচজনকে অাটক করেছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কেশবপুর গ্রামের মাদক ব্যবসায়ী কালু মিয়ার (৪৭) বাড়িতে  অভিযান চালিয়ে এসব মাদক, অস্ত্র ও গাড়িসহ তাদের অাটক করা হয়।



সন্ধ্যায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অাটকরা হলেন, উপজেলার কেশবপুর গ্রামের মৃত রফিকুল ইসলাম ওরফে রফু মিয়ার ছেলে কালু মিয়া (৪৭), একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে উজ্জল মিয়া (৩০) ও মৃত এলাহী বক্সের ছেলে রফিক (৪০),  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের অাব্দুর নূরের ছেলে মঞ্জুর হোসেন শাহিন (২৬) এবং মৌলভীবাজারের রাজনগর উপজেলার কনারাই গ্রামের লতু মিয়ার ছেলে দুরুদ আহমেদ (২৫)।

র‌্যাব-১৪ সূত্র জানায়, কেশবপুর গ্রামের কালু মিয়ার ঘরে মজুদ রাখা মাদকদ্রব্য প্রাইভেটকার ও পিকআপযোগে ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে ওই বাড়িতে হানা দেয় র‌্যাব। এ সময় পালানোর চেষ্টাকালে ওই পাঁচজনকে অাটক করা হয়।

পরে পিকআপ ও প্রাইভেটকার তল্লাশি করে এবং কালু মিয়ার শয়নকক্ষ থেকে ৫০ কেজি গাঁজা ও ১১৮ বোতল ফেনসিডিল, একটি কিরিচ, দুটি রামদা, নয়টি মোবাইল ফোন, নয়টি সিম, দুই হাজার ৯৩৫ টাকা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।