ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
বগুড়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজিপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।


 
বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, উপজেলার গাড়ীদহ ইউনিয়নের জামতলা এলাকার জুয়েল (২৮) ও মহিপুরের হৃদয় (১৬) মোটরসাইকেল যোগে শেরপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন।
 
হাজিপুর পৌঁছালে একইদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে উল্টে আরোহীরা গুরুতর আহত হন।
 
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠান। আহতদের মধ্যে হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।  
 
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাংলানিউজকে জানান, দুর্ঘটনার খবর জানা নেই। তবে খোঁজখবর নিয়ে পরে জানানো যাবে।
 
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমবিএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।