ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘বেবি অব বিউটি’কে ঢামেক হাসপাতালে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
‘বেবি অব বিউটি’কে ঢামেক হাসপাতালে ভর্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য আদ-দ্বীন হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে রমনায় চারতলা থেকে ফেলে দেওয়া সেই শিশুকে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাতে উন্নত চিকিৎসার জন্য রমনা থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির ও আদ-দ্বীন হাসপাতালের নার্সদের ইনচার্জ হাফিজুর রহমান শিশুটিকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।



সংশ্লিষ্টরা বলছেন, শিশুটিকে এখন ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে (ওয়ার্ড নম্বর-২১১) চিকিৎসা দেওয়া হচ্ছে।

নবজাতক ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আইয়ূব আলী বাংলানিউজকে বলেন, শিশুটির ওজন আড়াই কেজি। তার পায়ে ফ্র্যাকচার দেখা যাচ্ছে। তাই শিশুটিকে ইনকিউবিটরে রাখা হবে। সেই সঙ্গে অর্থোপেডিকস বিভাগের চিকিৎসকদেরও আসার জন্য অনুরোধ করা হয়েছে।

তবে এখনও শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বাংলানিউজকে জানান,  শিশুটিকে ভর্তি করে চিকিৎস‍া দেওয়া হচ্ছে। যদি মেডিকেল বোর্ড গঠনের প্রয়োজন হয়, তাও করা হবে।

এস আই হুমায়ুন কবির জানান, আদ-দ্বীন হাসপাতালে শিশুটিকে ‘বেবি অব আদ-দ্বীন’ নামে ভর্তি করা হয়েছিলো। তবে ঢামেকে শিশুটিকে তার মায়ের নামে অর্থাৎ ‘বেবি অব বিউটি’ নামে রেজিস্ট্রার খাতায় লেখা হয়েছে।

হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) শিশুটির মাও ভর্তি আছেন বলে জানান তিনি।

এর আগে সোমবার সকালে রমনার বেইলী রোডের আবাসিক এলাকার একটি বাসার চারতলা থেকে সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে ফেলে দেন তার মা বিউটি। তিনি ওই বাসায় গৃহকর্মীর কাজ করেন।

পরে ওই সন্তানকে উদ্ধার করে মগবাজার আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এজেডএস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।