ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
আশুলিয়ায় ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় ট্রাক চাপায় লিয়াকত হোসেন (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।



এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে ট্রাকে থাকা শাহিনূর নামের এক দিনমজুরকে আটক করেছে পুলিশ।

আটক শাহিনূর জানান, রাতে কাঁচামাল কেনার জন্য গাজীপুর থেকে ট্রাকটি (ঢাকা মেট্রো ন-১৪-০৬৭৬) ধামরাই যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এক বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল হক বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার কেরা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ট্রাকে থাকা এক দিনমজুরকে আটক করে হয়েছে বলে জানান।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ০৩, ২০১৬
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।