ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ইয়াবা বিক্রেতা-সেবনকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ময়মনসিংহে ইয়াবা বিক্রেতা-সেবনকারী আটক

ময়মনসিংহ: ময়মনসিংহে ইয়াবা বিক্রেতা ও এক সেবনকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় শহরের শিববাড়ি রোড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে।



আটকরা হলেন- ইয়াবা বিক্রেতা সোহেল (৩০) ও সেবনকারী স্বপন (২৮)।

 জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। সোহেল দীর্ঘদিন যাবত ইয়াবার কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।