ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ভুয়া দন্ত চিকিৎসকের দণ্ড

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বরিশালে ভুয়া দন্ত চিকিৎসকের দণ্ড

বরিশাল: বরিশাল নগরীতে ভ্রাম্যমাণ এক ভুয়া দন্ত চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কল্যাণ চৌধুরী ওই দণ্ডাদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত ভুয়া দন্ত চিকিৎসক আনোয়ার হোসেন বরিশাল জেলার মুলাদী উপজেলার বাসিন্দা।

নির্বাহী হাকিম কল্যাণ চৌধুরী জানান, নিজেকে ডিগ্রিধারী বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক হিসেবে আখ্যা দিয়ে আদালত পাড়ায় আনোয়ার হোসেন তার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

কিন্তু ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি কোনো ডিগ্রির প্রমাণ দেখাতে পারেননি। একপর্যায়ে কোনো ডিগ্রি নেই বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।