ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে অপহৃত শিশ‍ু টঙ্গীতে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
ঢাকা থেকে অপহৃত শিশ‍ু টঙ্গীতে উদ্ধার

গাজীপুর: রাজধানীর মিরপুর থেকে অপহৃত শিশু মীম আকতারকে (০৭) গাজীপুরের টঙ্গী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী মো. নাঈমকে (২২) আটক করা হয়েছে।



বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত‍া মীম রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। আর আটক নাঈম গাজীপুর সদর উপজেলার পাজুলিয়া এলাকার মারফত আলীর ছেলে।

টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার পর মীমকে নিয়ে নাঈম টঙ্গী রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন।

এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে নাঈমকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে মীমকে অপহরণের কথা স্বীকার করেন তিনি।

এসআই আলাউদ্দিন বলেন, সকালে স্কুলে যাওয়ার পথে মিরপুর থেকে মীমকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে আসেন নাঈম।

পরে অপহৃত‍া ও অপহরণকারীকে রাজধানীর পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।  

নাঈম জয়দেবপুর এলাকায় পপকর্ন বিক্রি করেন বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।