ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৩০ জুয়াড়ি-মাদকসেবীর দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
দিনাজপুরে ৩০ জুয়াড়ি-মাদকসেবীর দণ্ড

দিনাজপুর: দিনাজপুরে ২৬ জুয়াড়ি ও ৪ গাঁজা সেবনকারীকে জরিমানা-কারাদণ্ড দিয়েছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পৃথক ভ্রাম্যমাণ আদালতে তাদের এসব দণ্ডাদেশ দেওয়া হয়।



ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী।

জরিমানাপ্রাপ্ত জুয়াড়িরা হলেন- আলমগীর হোসেন তুহিন (৩৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সবুজ হোসেন (২০), মাহবুব আলম (৩২), মমিনুল ইসলাম মিঠু (২৮), সাইফুল ইসলাম (৪২), ফজলুল হক (৪৫), মোকারম হোসেন (৪৮), মন্টু মিয়া (৫৫), জামিরুল ইসলাম (৩৬), শহিদুল ইসলাম সুমন (২৬), মো. বেলাল হোসেন (৩২), মো. রুবেল হোসেন (২৫), মো. আব্দুর রহিম (৪২), সোহাগ হোসেন (৩৬), মো. রনি (২২), শফিকুল ইসলাম (৩৭), মো. মনিহার (২৮), মো. বাবুল হোসেন (৪৮), মো. আব্বাস আলী (৩৭), মো. রুবেল আলম (২৬), রফিকুল ইসলাম (৪৩), আনোয়ার হোসেন (৪৫), নির্মল চন্দ্র রায় (৩২), তোফাজ্জল হোসেন (৩৬) ও তরিকুল ইসলাম (৪৬)।

এছাড়া গাঁজা সেবনকারীরা হলেন- মলয় কুমার দেব (৫০), আবু সাঈদ (৩০), শাহজাহান আলী (৩৫)  এবং শফিকুল ইসলাম (২৫)।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বাংলানিউজকে বলেন, শহরের হলিল্যান্ড কলেজ সংলগ্ন একটি রিকশা গ্যারেজে বেশ কয়েকজন লোক জড়ো হয়ে জুয়া খেলছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে নগদ ১হাজার ৩০০ টাকা ও খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আর শহরের নিমনগর বালুবাড়ী এলাকায় গাঁজা সেবনকালে চারজনকে হাতে নাতে আটক করা হয়।

ওসি বলেন, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে হাজির করে আটক ২৬ জুয়াড়িকে ৩০০ টাকা করে জরিমানা অনাদায়ে তিন দিনের করে কারাদণ্ড দেওয়া হয়। আর গাঁজা সেবনকারীদের তিন দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

দন্ডপ্রাপ্তদের রাতেই দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।