ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
দিনাজপুরে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২ ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার পৃথক অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। মনির উদ্দিন (৫০) ও দেলোয়ার হোসেন (৩২) নামে ওই  দুই মাদক বিক্রেতার কাছ থেকে ৫ কেজি ৯০০ গ্রাম গাঁজাও জব্দ করা হয়।



বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মনির উদ্দিন উথরাইল রাজ্জাক শাহপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ও দেলোয়ার মহাবলিপুর ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উথরাইল এলাকায় অভিযান চালিয়ে মনিরকে ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আর মহাবলিপুর ডাঙ্গাপাড়া এলাকায় দেলোয়ারকে ১ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।