ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্দিষ্ট করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্দিষ্ট করা হবে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঢাকা: যানজট কমিয়ে আনতে সরকার পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার উদ্যোগ  নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সিএনজি চালিত অটোরিকশা মিটারে চলাচল নিশ্চিতকরণে বিআরটিএ’র মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান তিনি।



মন্ত্রী বলেন, যে সব মালিক অটোরিকশার ভাড়া বা জমা বেশি আদায় করছেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি যারা মিটার টেম্পারিং করছেন তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা বিধানের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা গেলে ঢাকা মহানগরীর যানজট অনেকটাই কমানো সম্ভব।

মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর ফুটপাত পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণে ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের মেয়রদের অনুরোধ জানান তিনি।
সড়ক নিরাপত্তা সম্পর্কিত উপকমিটির সদস্য বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিআরটিএ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এসএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।