ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
নাইক্ষ্যংছড়িতে বোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বোমা বিস্ফোরণে মাসুদুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার উপজেলার বাইশারি বাজারে এ ঘটনা ঘটে।



নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলানিউজকে তিনি জানান, বোমাটি মাটিতে পুতে রাখা অবস্থায় বিস্ফোরিত হয়েছে। এ সময় থানার কনস্টেবল মাসুদুর রহমান আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।