ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সাইদুর হত্যার রহস্য উদঘাটন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
বগুড়ায় সাইদুর হত্যার রহস্য উদঘাটন

বগুড়া: বগ‍ুড়ায় হত্যাকাণ্ডের ১৩ দিন পর স্বাস্থ্য পরির্দশক সাইদুর রহমান খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া মাহবুবের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মধ্য দিয়ে এ হত্যার রহস্য উদঘাটিত হলো।



বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে আসামি মাহবুব সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

পরে জেলার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাইদুর হেরোইনে আসক্ত ছিলেন। ঘটনার এক সপ্তাহ আগে হেরোইন সেবন করা নিয়ে সাইদুরের সঙ্গে পলাশ নামে আরেক ব্যক্তির কথা কাটাকাটি হয়।
অনুযায়ী কাজ করে পলাশ।

সে অনুযায়ী ২২ জানুয়ারি সন্ধ্যায় সাইদুরকে মোবাইল ফোনে ডেকে দামুয়ায় নিয়ে হত্যা করে মরদেহ ফেলে যায় বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর ২৮ জানুয়ারি মাহবুবকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এর আগে ২৩ জানুয়ারি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য পরির্দশক সাইদুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি বগুড়ার শেরপুর পৌরশহরের অফিসারপাড়ায়।

বাংলাদেশ সময়: ০৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমবিএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।