ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় মহাসড়কে ফের ডাকাতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
চান্দিনায় মহাসড়কে ফের ডাকাতি

চান্দিনা (কুমিল্লা): মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী মাইক্রোবাসে ফের ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাত আড়াইটায় মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর-আশরা রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শী চট্টগ্রামগামী হানিফ পরিবহনের এক যাত্রী জানান, রাস্তার ক্রসিং এলাকায় (আশরা রাস্তার মাথা) হঠাৎ গাড়ির জট লাগে।

জানালা দিয়ে দেখি ১০-১২জন অস্ত্রধারী ডাকাত মাইক্রোবাসটি ঘিরে রেখে এলোপাথাড়ি ভাঙচুর করছে। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।

যানজটে আটকে থাকা অন্যান্য গাড়ির চালক ও যাত্রীরা জানান, মাত্র কয়েক মিনিটের মধ্যে পুলিশ না এলে অনেক গাড়িতে ডাকাতি হতো।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলের মাত্র ২-৩শ গজ দূরত্বে হাইওয়ে পুলিশের অবস্থান এবং বিপরীত দিকে আমি নিজেই টহলে ছিলাম। ডাকাতির কথা শুনে তাৎক্ষণিক তাদের ধাওয়া করলে পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।