ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে স’মিলসহ আগুনে পুড়েছে ৪ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
না.গঞ্জে স’মিলসহ আগুনে পুড়েছে ৪ দোকান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বারে অগ্নিকাণ্ডে দুই স’মিলসহ ৪টি ফার্নিচারের দোকান পুড়ে গেছে।  

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউ আহত হওয়‍ার খবর পাওয়া যায়নি।

শহরের মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার ‍বেলাল হোসেন জানান, একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মন্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে সৌখিন ফার্নিচার, মোহাম্মদিয়া ফার্নিচার, মুন্সীগঞ্জ ফার্নিচার, দেওয়ান ফার্নিচারের মালামাল পুড়ে গেছে। এছাড়া এ ঘটনায় দুইটি স’মিলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মুন্সীগঞ্জ ফার্নিচারের মালিক মিলন দাবি করেছেন, আগুনে চারটি দোকান ও স’মিল মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।