ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

থাই যুবরাজের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
থাই যুবরাজের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: থাইল্যান্ডের যুবরাজ মহা ভাজিরালংকর্নের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যাংককে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম।  

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি ব্যাংককের অম্বারা রয়েল প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত কমলাপুরে বৌদ্ধবিহারের প্রয়াত মঠাধ্যক্ষ এইচএইচ মহাসংঘনায়কা বিশুদ্ধনন্দ মাহাথেরোর আমন্ত্রণে ১৯৯২ সালের ১৭ জানুয়ারি থাই যুবরাজের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

একই সঙ্গে নিকট ভবিষ্যতে থাই যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।
 
বৈঠককালে থাই যুবরাজ দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও সফলতার প্রশংসা করেন। একই সঙ্গে থাইল্যান্ড ও বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলে মত দেন।

‍যুবরাজ রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন, বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অটুট থাকবে।

উল্লেখ্য, মহা ভাজিরালংকর্নকে ১৯৭২ সালে থাই রাজা ভুমিবল আদুলিয়েদেজ ‘যুবরাজ’ ও তার উত্তরসূরি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
জেপি/এমএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।