ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে মাদক ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
নাটোরে মাদক ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: হেরোইন বহন ও বিক্রির দায়ে নাটোরে ফারুক হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ রেজাউল করিম এ রায় দেন।



ফারুকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষবাথান গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০১২ সালের ১২ জুলাই বনপাড়া-হাটিকুমরুল সড়কের কাছিকাটা টোলপ্লাজার সামনে হানিফ পরিবহনের একটি বাস থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ ফারুককে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। হেরোইন বহন ও বিক্রির অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার সকালে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬/আপডেট: ১৩৫৯
এসআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।