ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ সদস্যসহ ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
পুলিশ সদস্যসহ ২০ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর বাংলামোটর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত আইন অমান্য করে রাস্তা পার‍াপার করায় এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জনকে জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ও আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।

চলবে বিকেল পর্যন্ত।

বেলা পৌনে ১২টা পর্যন্ত আবুল কালাম আজাদ নামে পুলিশের এক কনস্টেবলসহ ২০ জনকে জরিমানা (অর্থদণ্ড) দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ পেনাল কোড গণ উপদ্রব আইনের ২৯০ ধারা মোতাবেক তাদের জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, জনসচেতনতা বাড়ানো ও আইন মানতে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, পুলিশ সদস্যকে ২শ’ টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ সদস্যকে জরিমানার মাধ্যমে প্রমাণিত হয় আইন অমান্য করলে কেউ শাস্তির ঊর্ধ্বে নয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৬
এনএইচএফ/আরইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।