ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ফিলিস্তিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ফিলিস্তিন ছবি: দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামী দিনগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী ফিলিস্তিন। ব্যবসা-বাণিজ্যসহ নানানখাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তার দেশ, এমনটাই জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঢাকায় যাত্রাবিরতি করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তার বৈঠক হয়। তখনই এমন সব বিষয় উঠে আসে।

আবুল হাসান মাহমুদ আলী প্রেসিডেন্টকে সরকারি সফরে বাংলাদেশে আসতে অনুরোধ জানান। তার পরিপ্রেক্ষিতে মাহমুদ আব্বাস তাদের আগ্রহের কথা তুলে ধরেন এবং সুবিধাজনক সময়ে সফরে আসবেন বলে জানান।

এছাড়া ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত সমর্থন ও সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদ আব্বাস।

রাত ১২টা ৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ ফ্লাইট। ছেড়ে যায় সোয়া ২টার দিকে।

মাহমুদ আলী বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে স্বাগত জানান। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের আরও দুই-একজন ঊর্ধ্বতন ব্যক্তি।

মূলত জর্ডান থেকে টোকিও যাওয়ার পথে ঢাকায় থেমে জ্বালানি নেওয়ার জন্যই প্রেসিডেন্টের প্লেনটি বিরতি নেয়। তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিক, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রোদিনি, কূটনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মাজদি আল খালিদী, অর্থনীতি বিষয়ক বিশেষ উপদেষ্টা মুস্তাফা আবু আল রব প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এমএন/আইএ

** ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ফিরলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।