ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

তালায় বাসচাপায় আহত ব্যক্তির মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
তালায় বাসচাপায় আহত ব্যক্তির মৃত্যু

তালা (সাতক্ষীরা): তালায় বাসচাপায় গুরুতর আহত তাওহীদ ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। তাওহীদ সাতক্ষীরা শহরের কামালনগরের বাসিন্দা।

নিহতরা হলেন- মটরসাইকেল চালক সাতক্ষীরা শহরের কুখরালি গ্রামের নজরুল ইসলামের ছেলে ও চায়না বাংলা শপিং কমপ্লেক্সের আইটি বিভাগের প্রধান মোটরসাইকেল আরোহী নাহিদ ইসলাম, তাওহিদ ইসলাম, বাসযাত্রী শান্তি দাস ও শম্ভু দাস।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মীর্জাপুরে খুলনাগামী বরযাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ সময় আহত হয়েছিলেন কমপক্ষে ২২ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।