ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ডোবা থেকে মোটরসাইকেল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
কালিয়াকৈরে ডোবা থেকে মোটরসাইকেল উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ডোবা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কালামপুর এলাকার গজারী বনের পাশে এক ডোবা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।



কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, সকালে ওই এলাকার লোকজন ডোবার মধ্যে মোটরসাইকেলটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।  

পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কালো রঙের পালসার মডেলের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন মোটরসাইকেলটি পানিতে ডুবে থাকায় অকেজো হয়ে গেছে।

ধারনা করা হচ্ছে মোটরসাইকেলটি চুরির পর চোরচক্র এটি ফেলে রেখে গেছে।

গত মাসে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার মোটরসাইকেলসহ প্রায় ১৫-১৬টি মোটরসাইকেল চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।