ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চায়েতের ক্ষমতার দ্বন্দ্বের বলি শিশুরা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
পঞ্চায়েতের ক্ষমতার দ্বন্দ্বের বলি শিশুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুন্দ্রাটিকি, বাহুবল, হবিগঞ্জ থেকে: কয়েকটি ঘর নিয়ে যে পাড়া, তাই একটি পঞ্চায়েত। বাহুবল উপজেলার বেশ কিছু গ্রামেই রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা।

এই পঞ্চায়েতের মাধ্যমেই চলে পারিবারিক বিচার-আচার। এমন দু’টি পঞ্চায়েতের দীর্ঘদিনের দ্বন্দ্বের কারণেই প্রাণ দিতে হলো সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুর।

পঞ্চায়েত ব্যবস্থার আড়ালে আর্থিক লাভ কম থাকলেও রয়েছে ক্ষমতার মোহ। পরিবার আর গোষ্ঠীর লোকবলের প্রভাবেই পঞ্চায়েত গ্রামে নিজেদের শক্ত অবস্থানে রাখে।

সুন্দ্রাটিকি গ্রামে ১০টি পঞ্চায়েত। একেকটি পঞ্চায়েতে ৭০ থেকে ৮০টি পরিবারের বসবাস। তার দেখভালের দ্বায়িত্ব পঞ্চায়েত মুরব্বির। মুরব্বি দ্বায়িত্ব ছেড়ে দিলে বা মারা গেলে তার সন্তান মুরব্বির দায়িত্ব নেন। সেই হিসেবে গ্রামের পশ্চিম পাশের ঘরগুলোর দায়িত্ব পাওয়ার কথা। তবে নানিবাড়িতে বেড়ে ওঠা আব্দুল আলী চলনে বলনে ক্ষমতার দাপট দেখিয়ে নিজেই মুরব্বি বনে যান।

সুমন বাংলানিউজকে বলেন, আমার বাবা ছিলেন ওই পঞ্চায়েতে প্রধান। তারপর আমারই দায়িত্ব নেওয়ার কথা। কিন্তু, আব্দুল আলীই এ পঞ্চায়েত দেখতেন। মুরব্বি হিসেবে দাওয়াত পেলেও বয়সে ছোট হওয়ায় তাকে বিভিন্ন সময় অপমান করে উঠিয়ে দেন আলী।

পুলিশ বলছে, পূর্ব বিরোধ কেন্দ্র করে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে জানা যায়।

নিহত শিশু শুভর বাবা ওয়াহিদুর রহমান বাংলানিউজকে বলেন, বিভিন্ন বিষয় নিয়ে দুই পঞ্চায়েতের দ্বন্দ্ব ছিলো। বিশেষ করে আলীর পঞ্চায়েতের সঙ্গে সবারই ঝামেলা রয়েছে। চৌকিদারদের সর্দার হওয়ায় আলীর ক্ষমতা ফলানোর সুযোগও ছিলো বেশি। কিন্তু তাই বলে শিশুদের ওপর আক্রোশ মেটাবে এটা কেউ ভাবতেও পারেননি।

সম্প্রতি ঝামেলার সূত্রপাত হয় একটি বরই গাছ কেন্দ্র করে। সরেজমিন গিয়ে দেখা যায়, টক বরইয়ের গাছটি বেশ ছোট। সেখানে কোনো মৌসুমে দুই কেজি বরইও হয়তো হয় না। গাছটির পাশের গ্রামটিই এখন শোকে স্তব্ধ।

ওয়াহিদুর জানান, তাদের পাশের বাড়ির কাজল তার নিজের চাচা রইসুল্লাহর বরই গাছের কিছু ডাল কাটেন। সালিশে বিচার হলে কাজল তার চাচার কাছে মাফ চান। তবে রইসুল্লাহ সন্তুষ্ট হননি এতে। বরং আলীর ছেলেদের দিয়ে মার খাওয়ান কাজলকে। তাকে হাসপাতালেও ভর্তি করতে হয়।

উপজেলা চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তি করলেও পুষে রাখেন আলী। নিজের ভাই রইসুল্লাহর হয়ে প্রতিশোধ নিতেই পরবর্তীতে ভয়ংকর পরিকল্পনাটি করেন তিনি।

খুন হয়ে যাওয়া সন্তানের বাবার অভিযোগ এমনই।

তবে গ্রামের অন্য পঞ্চায়েতের লোকদেরও অভিযোগ আলীর বিরুদ্ধে। নিজের প্রভাব বজায় রাখতে অনেক নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা ঠুকে গ্রামছাড়া করেছেন তিনি। বড় গোষ্ঠী ও ছেলেদের শক্তিতে তিনি জোরপূর্বকই মাতব্বরের ভূমিকা নিতেন। পঞ্চায়েতগুলোর ক্ষমতা আর হিংসা গ্রামের স্বাভাবিক জীবনযাপনেও প্রভাব ফেলে। তবে পঞ্চায়েতগুলোতে নিজেদের মধ্যেও আত্মীয়তা রয়েছ।

আব্দুল আলীর বাড়িতে গেলে তার ছেলের বৌ তৌফিনা বাংলানিউজকে বলেন, আমাদেরওতো সন্তান আছে। আমার সন্তান মারা গেলেও এমন লাগতো। শুভর মা পারুল তার দূর সম্পর্কের আত্মীয়তায় ননদ। আর আব্দুল আলীর নাতিও হন এই শিশুরা। পঞ্চায়েতের দ্বন্দ্ব, হিংসা, ক্রোধ ভুলিয়ে দেয় এই আত্মীয়তার সম্পর্ক।

তৌফিনা বলেন, আমাদের পঞ্চায়েত গ্রামের এক কোনায়। আর সাতটি একই সঙ্গে। তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াবো কেন! আর যে জায়গায় শিশুদের লাশ পাওয়া গেছে সেটি সাতটি পঞ্চায়েতের মাঝখান।

সুন্দ্রাটিকি ট্রাজেডিতে মৃত শিশুরা হলো, সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), তার চাচাতো ভাই প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও তাজেলদের প্রতিবেশী সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)।

অপহরণের পাঁচদিন পর বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই শিশুদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই গ্রামের অন্য পঞ্চায়েতগুলো হলো- ফরিদ মিয়া, টেনু মিয়া, ওস্তার মিয়া, নূরা আলী, আব্দুল হাই, আখন মিয়া, সুনীল বাবু এবং তাহির মিয়া।

এ ঘটনার আগেও পঞ্চায়েতগুলোতে নিজেদের মধ্যের ছোটখাটো দ্বন্দ্বের খবর পাওয়া যায়। তবে সে সময় মুরব্বিরাই বিষয়টি মীমাংসা করেন।

পঞ্চায়েতের বিচারব্যবস্থায় টাকা-পয়সা লেনদেনের অভিযোগ নেই। গ্রামবাসী সুরুত আলী বলেন, নিজেদের মধ্যে আর কে পয়সা দেবে! সব হচ্ছে ক্ষমতা আর রাগ।

তবে গ্রামবাসী পঞ্চায়েত ব্যবস্থার পক্ষেও রয়েছেন। বলেন, এর ফলে অনেক অপরাধের সহজে বিচার হয়। মুরব্বি ভালো হলে তার কথা মানে সবাই। দ্রুত সমাধান হয়ে যায়।

সিলেটের ডিআইজি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পঞ্চায়েত নিয়ে এখানে দ্বন্ধ রয়েছে। এটা যতটুকু আর্থিক, তারে চেয়ে বেশি ক্ষমতার। পুলিশের দায়িত্ব হচ্ছে দ্রুত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। আমরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করব।

এজন্য ঘটনার সঙ্গে জড়িতদের কোনও ধরনের সন্ধান দিতে পারলে এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন তিনি।

বাংলাদেশ সময় ১৭৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৪
এমএন/এএ
**  ওসির গাফিলতি তদন্তে ৩ সদস্যের কমিটি
**  শান্ত সুন্দ্রাটিকিতে শোকের ছায়া

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।