ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে রিভলবারসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বুড়িচংয়ে রিভলবারসহ গ্রেফতার ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরের চরপাড়া থেকে ২২ বোরের রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. মিজান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মিজান উপজেলার খুদাইতলা গ্রামের লোকমান খানের ছেলে।



বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে গোয়েন্দা পুলিশ এ তথ্য জানিয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ইছাপুরের চরপাড়ার পাকা রাস্তার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে জানান, মিজান বিভিন্ন সময় শহরে ছিনতাই ও অপরাধমূলক কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন। এছাড়া তিনি কুমিল্লা সদর হাসপাতালের ওয়ার্ড মাস্টার নজরুল অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি।

মিজানের বিরুদ্ধে বুড়চিং থানায় আরো একটি অস্ত্র মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।